এটি বাংলাদেশের যুদ্ধাপরাধীদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র।
যাদের ভালবাসা আর পরিশ্রমে তৈরি:
Video direction: MAI Roniee
Voice : F Elahi Sajib
Script: Kamrul Hasan
অসাধারণ মানের এই ভিডিওটিতে যুদ্ধাপরাধীদের কুকর্মের ইতিহাস আর তাদের বিচারের দাবিতে শ্লোগান তোলা হয়েছে।
৬.৫০ মিনিটের এই ভিডিওটি You Tube এ আপলোড করা।
একটু সময় নিয়ে কষ্ট করে Down load করুন। আপনাদের ভাল লাগবে।
এই ধরেনর কাজগুলি সবার মাঝে ছড়িয়ে দেয়া আমাদের দায়িত্ব।
রাজাকারদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র-Rajakar of Bangladesh
httpv://www.youtube.com/watch?v=WzgIfidLE5A&feature=related
httpv://www.youtube.com/watch?v=bLeQXIuoP8s&feature=related
httpv://www.youtube.com/watch?v=VoSib88328Y&feature=related
httpv://www.youtube.com/watch?v=HdJRsGdgRbY&feature=related
:hammer
ফাইলের আকার তো আমার কাছে বেশ বড় ঠেকছে।
লিংকগুলোর জন্য ধন্যবাদ ।
দৈনিক প্রাইম খবর (http://www.primekhobor.com) এ দেখলাম ইন্টারনেটে মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক ওয়েবসাইট। সব-দেশে তার নাগরিকদের কাছে তাদের স্বাধীনতার ইতিহাস খুবই পরিষ্কার। তাদের স্বাধীনতা নিয়ে কোন ঘোলাটে ধারণাও নেই। আমরা এমন এক জাতি যারা আজও নিজেদের স্বাধীনতা নিয়ে দ্বিধাবিভক্ত। আমাদের নতুন প্রজন্মও স্বাধীনতা নিয়ে হতবিহম্বল। এত রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা তার কেন এতো শাখা-প্রশাখা। আমাদের নতুন প্রজন্ম জানে না আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, আমাদের ২৬ শে মার্চ এর ইতিহাস অথবা ১৬ ই ডিসেম্বের এর ইতিহাস। সরকার বদলের সাথেই বদলে যায় আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। বাংলাদেশ এর একজন নাগরিক হিসেবে সরকারের আহবান, আমাদের আর বিভ্রান্ত না করে সকলের সাথে মিলে নিশ্চিত করুন আমাদের জানার অধিকার।