হায় মানবতা !
বিশ্বজিৎ দাস হত্যর দায় ভার নিবে না সরকার। তাহলে কে নিবে ? প্রধান বিরুধীদল মায়াকান্না দেখাছে অথচ তারাই মূল হুতা। বিশ্বজিৎ দাস তার নাম প্রকাশ করে ভুল করেছে কারন ছিবিররা শহিদ! শহিদ! বলে মিছিল করতে পারত।
বিশ্বজিৎ দাস হত্যর দায় ভার নিবে না সরকার। তাহলে কে নিবে ? প্রধান বিরুধীদল মায়াকান্না দেখাছে অথচ তারাই মূল হুতা। বিশ্বজিৎ দাস তার নাম প্রকাশ করে ভুল করেছে কারন ছিবিররা শহিদ! শহিদ! বলে মিছিল করতে পারত।
কী মর্মান্তিক মৃত্যু! কী করুণ! হৃদয়বিদারক। সহিংস রাজনীতির নৃশংস শিকার বিশ্বজিৎ দাস বার বার প্রাণভিক্ষার আকুতি জানিয়ে বলেছিলেন, আমি রাজনীতি করি না। আমার টেইলার্স দোকানে কাস্টমারের অর্ডার দিতে যাচ্ছি। আমি রাজনীতি করি না। আমাকে আর মেরো না; আর মেরো না। তার কান্না, আকুতি-মিনতি কোনো কিছুই স্পর্শ করেনি ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের হৃদয়। চাপাতি ও রামদা দিয়ে …