imran8189

তেলে ভাজা কড়মড়ি(২)……

এ কি বদ্ধতা! মনের পাতার বর্নগুলো যে পাত্রে সিদ্ধ করি বলে এতো ঘোটাঘুটি,দেখলাম সে পাত্রে জল নায়।আশে পাশে,আকাশে-পাতালে নেই  জল।নয়ন জোড়া যে কাঠ হয়ে আছে,হয়তো মনে করি এই জল আসলে সিদ্ধ করব মন পাতারে।পেলাম না,না পেলাম না সে জল,মুত্র থলি তাও সে অবুঝ ঘোরে টলছে মাতাল,সেখানেও নেই জল।জল না পেলে কি করে তা হবে,যে বদ্ধতা …

তেলে ভাজা কড়মড়ি(২)…… Read More »

তেলে ভাজা কড়মড়ি….

আমার এতোগুলো কথা,আনন্দ,হিংসা,আকুতি,মিনতি,কান্না সব প্রকাশয় MLM business কে ভিত্তি করে।বাংলাদেশে বহুদিন ধরে MLM ব্যবস্থা চলছে।এখন আরো উন্নত,খাতা-কলম ছাড়ায় এগুলো পরিচালিত হচ্ছে।আধুনিক সমাজের আধুনিকতা দেখানোর জন্য ভাসমান নতিপত্র দ্বারা পরিচালিত হচ্ছে।অনেকে আবার বলে smart business. বর্তমানে e-commerce ভিত্তিক বহু MLM business চলছে।এগুলোর প্রতিপাদ্য বিষয় দুই হাতে product ভরে চোখ ধাধানো রঙে ঢঙে টাকা চালাচালির একটু উন্নতম …

তেলে ভাজা কড়মড়ি…. Read More »