উল্টো রাজার দেশ-১
উল্টো রাজার দেশে রে ভাই উল্টো ভাবে বাঁচা ঘরের মেঝে উপর দিকে মেঝের দিকে মাঁচা। রাতের বেলা সুর্য্য ওঠে দিনের বেলা চাঁদ সারা দেশে দেখতে পাবেন মানুষ মারার ফাঁদ। মানুষ যেনো চিড়িয়াখানায় জন্তু শহর ভরা শীতে দেখি বৃষ্টি পরে আষাঢ় মাসে খড়া। স্বদেশ চ্যানেল বাক্সোবন্দি হাজার চ্যানেল ঘরে পুরোনো সব গুনী শিল্পী ধুঁকে ধুঁকে মরে। …