ভালো লাগিচ্ছে না গো
ভালো লাগিচ্ছে না…
দেয়াল জুড়ে পিঠ ঠেকিয়ে
এই সোদা বিকেল মুড়ে
সবশূণ্য মেলে বসে থাকি
তথা নদীর সাথে দেখা হয়
গল্পদিনের কথা হয়
রোববার গলে সোমবার হয়
মোমের বাতি নিঃশ্বেষ হয়
পথে পথে ঘুরে ঘুরে
শুভেন্দুরা ব্যাথা পায়
আকাশ জুড়ে চাঁদ উঠলে
কারো কারো মরতে হয়
প্রীতির বেড়া টপকে গিয়ে
আকাশ যবে হলদে প্রায়
পিঠের দেয়াল বুকের দেয়াল
আমাদের শুধু মরতে হয়
দেয়াল জুড়ে বুক বাঁধিয়ে
সোদাবিকেল পায় মাড়িয়ে
অল্প আমি মজে থাকি
ধ্যানদুনিয়ায় বেঁচে থাকি
তবুও ভালো লাগিচ্ছে না
তবুও ভালো লাগিচ্ছে না ।
কবিতা লিখতে পারি না :(
ভালো লাগিচ্ছে না গো
ভালো লাগিচ্ছে না…
চমৎকার কবিতা ধন্যবাদ।
Thanks for reading.
ভাল লাগছে কবিতাটা
Vai apnar kobita pore valo laglo. Abaro porar sujog hobe asa kori. Thanks.