Onbux:অনলাইনে আয়ের আরেকটি নতুন পথ (বিস্তারিত)

পিটিসি সাইট সম্পর্কে আমরা প্রায় সবাই জানি।হাজার হাজার পিটিসি সাইট আছে অনলাইনে।তবে তার মাঝে কতগুলো আসলেও পে করে? হুম বেশ ভাবার বিষয়।যেগুলো পে করে তার মাঝে একটি উল্ল্যেখ যোগ্য হলো অনবাক্স।অনলাইনে আসা মাত্র সাইট টি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।এবার চলুন দেখে নিই কিভাবে রেজিস্টার করে কাজ করবেন এই সাইট টি তে:

প্রথমে এই লিংকে যান

এবার নিচের চিত্রের মত রেজিস্টার এ ক্লিক করুন

এবার যে পেইজ আসবে সেখানে সঠিক তথ্য দিয়ে রেজিস্টার করুন। রেজিস্টার এর সময় রেফারেল এর ঘরে shodaipati দিতে পারেন। রেজিস্টার শেষ হলে আপনার ইমেইল ভেরিফাইন করুন।তারপর লগিন করুন।

লগিন করার পর, দেখবেন ভিউ এ্যাডস (View Ads) নামের একটি অপশন আছে

এবার বিভিন্ন রকমের এ্যাড দেখতে পাবেন।আমার প্রথমটি দেখা হয়ে গেছে তাই দ্বিতীয় এ্যাডটি দেখছি  :)

ক্লিক করলাম।এবার একটি নীল বাটন আসবে সেটিতে ক্লিক করুন

এবার নতুন একটি ট্যাব অপেন হবে।সেটাতে এড টা লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নোট : মুল লেখাটি লিখেছেন onbux এর গোলডেন মেম্বার rafsan ভাই এর আমি লিখাটি কপিপেষ্ট করেছি যাতে নতুনদের কাজে লাগে। ধন্যবাদ সবাইকে।

2 thoughts on “Onbux:অনলাইনে আয়ের আরেকটি নতুন পথ (বিস্তারিত)”

Leave a Comment