ভালো থেকো গুরু

দীর্ঘদিনের ইচ্ছা ছিল গুরু আজম খানকে নিয়ে কিছু একটা লিখবো। লিখতে বসলেই আর কিছু খুঁজে পাই না। তাঁর পরিচয় নিয়ে লেখার কিছু নাই, সবাই জানে। এই মহান মুক্তিযোদ্ধার কীর্তিও সবাই জানে। আলাদা একটা কিছু লিখবো পপ সম্রাটকে নিয়ে এমনই ইচ্ছা ছিল। গুরু অসুস্হ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, কিছু লিখা হলো না, গতকাল মারা গেলেন তবুও কিছু লিখলাম না। বুকের মধ্যে কেমন যেন একটা অনুভূতি, মাঝে মাঝে চোখের কোনা ভিজে ওঠে তাঁর ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে। সেই ছোটবেলা থেকেই কতইনা স্মৃতি তাকে ঘিরে! গুরুকে আর কোনদিন দেখবো না, কোন কনসার্টে তাঁর গান শুনবো না! সারা বাংলাদেশের কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন। গুরু মাথা নত করে তোমায় কুর্নিশ। বাঙালি কোনদিন তোমায় ভুলবে না, তুমি বেঁচে থাকবে চিরজীবন আমাদের হৃদয়ে।

Leave a Comment