বেনসন সিগারেট এখন ৭ টাকা!

ভার্সিটিতে ফাস্ট ইয়ারে যখন পড়তাম তখন বেনসন সিগারেটের দাম ছিল ৩ টাকা। আজকে কিনতে হলো ৭ টাকা দিয়ে। অবস্হা যা বুঝতাছি, এই ব্রান্ড ধরে রাখা আর সম্ভব হবে না, গোল্ডলিফ এ নামতে হবে।
সিগারেটের উপর ট্যাক্স বাড়ানোর কারন বুঝি না! দাম বাড়লে তো আর পাবলিক সিগারেট খাওয়া বন্ধ করবে না, বরং কম দামি ব্রান্ডগুলোর দিকে ঝুকবে। এতে সিগারেটের কারনে ক্ষতির মাত্রা আগের তুলনায় বাড়বে। তাহলে ব্যাপারটা কি দাড়ালো! সিগারেটের দাম বাড়ার সাথে সাথে স্বাস্হ্যহানীর মাত্রাও বৃদ্ধি পাবে!

Leave a Comment