ব্লগার দিনমজুরের মুক্তি চাই

আজকের হরতাল চলাকালে সকালে জনপ্রিয় ব্লগার অনুপম সৈকত শান্তকে পুলিশ গ্রফতার করেছে। ব্লগে তিনি দিনমজুর নামে পরিচিত। ফেসবুকের জনপ্রিয় আন্দোলন সংগঠক ফিরোজ আহমেদ, আনু মুহাম্মদ সহ গ্রেফতার হয়েছেন প্রায় অর্ধ-শতাধিক এবং অনেকেই আহত হয়েছেন। পুলিশ নিষ্ঠুরভাবে আন্দোলনকারীদের উপর চড়াও হয়। এমনকি তারা টিএসসির ভিতরে ঢুকে রুমে রুমে তল্লাশি চালিয়ে অনেককে গ্রেফতার করে। পুলিশ কাউকেই কোথাও জমায়েত হতে দেয় নি। অনেক নিরিহ পথচারীকেও পুলিশ লাঠিপেটা করেছে। নিচে আজকের হরতালের কিছু ছবি।

police beated cruelly during hartal

A student had been injured by polices

people are fighting with police during hartal on Sunday

জনগনের স্বার্থরক্ষার এ আন্দোলনে অন্যায়ভাবে গ্রেফতার করা সকলের মুক্তি দেওয়া হোক। সরকারের এমন দেশবিরোধী পদক্ষেপ রুখতে আমরা সাধারণ মানুষ সবসময় প্রতিবাদ জানিয়ে যাব। আমাদের দেশের গ্যাস আর আমরা বিদেশিদের নিয়ে যেতে দিব না।

আমরা টোকাই শ্রেনীর, শোষক শ্রেনীকে আর ভয় পাই না। প্রয়োজনে তাদের পেছনে আগুন লাগায়ে দিব, নিজেদের সম্পদ আর লুট করতে দিব না।

ব্লগাররা দিনমজুর এর মুক্তির দাবিতে দুপুর থেকে শাহবাগে জমায়েত হোন এবং তাঁর মুক্তির দাবীতে মানববন্ধন করেন। অবশেষে রাত ১০ টার পরে সবার মুক্তি দেওয়া হয়। আগামীকাল সোমবার বিকাল ৪ টাই তেল গ্যাস রক্ষা কমিটি জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করবে এবং এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে। ব্লগাররা দলে দলে যোগ দিন, আমরা দাবী আদায় করেই ছাড়বো যেমনে হোক, দেশ থেকে গ্যাস লুট হতে দেব না, কনকোফিলিপস কে দেশ থেকে গ্যাস আমেরিকায় নিয়ে যেতে দেব না। সরকারকে এই দেশের স্বর্থবিরোধী গ্যাস চুক্তি বাতিল করতেই হবে।

 

bloggers in front of Shahbag thana for Dinmojur
শাহবাগ থানার সামনে ব্লগার দিনমজুরের মুক্তির দাবীতে ব্লগাররা মানব বন্ধন করেন

 

Hartal pictures are taken from : Against Gas Agreement Hartal News – Police arrested about 200

Leave a Comment