এবার প্রভার পরে চৈতি এলো। অনেক অপেক্ষার পর মাত্র একটি অল্পসময়ের ভিডিও এলো। আমরা যারা এসব নিয়ে চিন্তা করি, তারা ভেবেছি, প্রভার পরে অনেককিছু দ্রুতোই আসবে, কিন্তু একটু দেরীই হলো, তবুও তো এলো! এবার দোকলা চলো রে… একজনেতে হয়নি কোন তুলনা, এবার দুজনেতে করবো অতুলনীয় ব্যবচ্ছেদ। কার ভঙ্গিটা একটু ভাল, কারটা একটু সহজ প্রবন, কোনটিতে তার আনন্দ বেশি, মাংসবহুল নাকি হাড্ডিপেশি, কার অঙ্গটি একটু বেশীই পিওর, কার ভেতরে গভীর কত, কার জলটি স্বচ্ছমত, কোনটি ভাল কোনটি খারাপ, কোনটিতে বেশি কৃত্রিমতা, আরো কতকি যে!
এতকিছু করে তাকিয়ে থাকবো, যার যাকে মন চায় টিক দিয়ে রাখবো, ইউটিউব আর গুগোলে আগে থেকেই সার্চ দিয়ে দেখবো। আহা রে কত পরিবর্তন! একদিন বলবো আর ভাল লাগে না। এবার পুরো গ্রুপকে একসাথে এনে দাও, আর আমাকেও করো নিমন্ত্রন, দর্শক রেখো বেশি, রোমের কলসিয়ামের মতো। চলবে হর্স পাওয়ার পরীক্ষা নিরীক্ষা। ভ্যানিলা কিংবা স্ট্রবেরি ফ্লেবারের বাবাতে (ইয়াবাতে) ছাড় দিয়ে দেখো….. কিনবো বেশি।
আপনি নাহয় ‘করে’ বেঁচে গেলেন কিন্তু ভাববেন কি আপনার পিতা মাতা আর সন্তানের মুখ, মাঝে মাঝে আবেগ নাহয় অনেক শক্ত হয় পারিপার্শিকতার চেয়ে, তাই বলে কাপড় ছাড়া শরীরটাও ভিডিও করতে হবে! আমরা তো হাততালি দেবার অপেক্ষায় বহুদিন ধরে কোটি কোটি হাত তৈরি করে বসে আছি কিন্তু এ হাততালি আর বগলবাজানো কি গৌরবের? লজ্জ্বার নয়!
মাঝে মাঝেই প্রশ্ন জাগছে এত সাবলীলভাবে এতোগুলো গোপনাঙ্গের উপস্হাপনের পিছনে মোটা অঙ্কের কি কোন ব্যবসায়িক লেনদেন হচ্ছে? টাকার কাছে নাকি বিবেকের কাছে শরীর বন্দী? যদি বিশেষ কোন চক্রান্ত থাকে সেদিকটাতো কর্তৃপক্ষের দ্রুতই সুরাহা করা উচিত, নইলে একদিন কি হবে ভেবে দেখুন তো!
ভাই চৈতির ভিডিওর লিংকটা কি দেওয়া যাবে! যদি সম্ভব হয় লিংকা আমাকে পি এম করবেন।
আমরা আসলে একটা ঘটনা নিয়ে বেশি মাতামাতি করি! অন্যদেশগুলোতে সেক্স আর ভিডিও খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর আমাদের দেশে এরকম ঘটনা একটা মেয়েকে সমাজ থেকেই বিচ্ছিন্ন করে দেয়। ছেলেগুলোর কিন্তু কিছু হয় না। প্রভার ক্যারিয়ার শেষ হলো, সংসার গেল, এখন সে গৃহবন্দী। চৈতি কেও নাকি বৈশাখি টিভির অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার ক্যারিয়ারও হয়তো শেষ হয়ে গেল! হয়তো সংসারও যাবে।
চৈতি রে নিয়া দেখি সবজায়গায় খুব মাতামাতি চলতেছে। সবাই খালি ভিডিও খোজে। চৈতির ভিডিওর লিংকটা আমার কাছে আছে। লেখক কিছু মনে কইরেন না, ভিডিও লিংকটা শেয়ার করলাম, আপনার আপত্তি থাকলে ডিলিট করে দিব। আমরা সুশীল নই।
নাদিরা নাসিম চৈতি (Nadira Nasim Chaity video) ভিউও ডাউনলোড লিংক:
এডিটর নোট: নীতিমালা ভঙ্গের কারনে মন্তব্য এডিট করা হলো। স্বপ্নবাজ ব্লগ নীতিমালা।
ফালতু!
are vai desh ta nosto hoye gelo
সাবলীলভাবে এতোগুলো গোপনাঙ্গের উপস্হাপনের পিছনে মোটা অঙ্কের কি কোন ব্যবসায়িক লেনদেন হচ্ছে
Sobhai Chaity-ke niye parhechhe. Purush maanushra-o ki khub bhalo?