চেনা শরীর হঠাৎই অচেনা মনে হয়,
রক্ত প্রবাহের গতিপথও যেন এলোমেলো,
বিদ্যুতের মতো চমক দেয় এখানে সেখানে,
আমি শক্ত হয়ে উঠি… হই অস্হিরও
তখন কি কি যেন হয়, তা আর মনে থাকে না।
তবে বেশ পরে ধীরে ধীরে…… কাতর ও দুর্বল হই।
চেনা শরীর হঠাৎই অচেনা মনে হয়,
রক্ত প্রবাহের গতিপথও যেন এলোমেলো,
বিদ্যুতের মতো চমক দেয় এখানে সেখানে,
আমি শক্ত হয়ে উঠি… হই অস্হিরও
তখন কি কি যেন হয়, তা আর মনে থাকে না।
তবে বেশ পরে ধীরে ধীরে…… কাতর ও দুর্বল হই।