দুঃখরা ক্লিশে নয়

সাদামাটা হয়ে গেছে সব দুঃখ জল ।

আজকাল তা এক একটি মৃত মানবের জন্ম দেয় …

অথবা এমন ,

যেন একটি দুই মিলিমিটার পরিধি বিশিষ্ট পাথরের
আলোড়ন একটি  স্ফীত একশত পঁয়ষট্টি দশমিক দুই
বর্গ কিলোমিটারের সমুদ্রজলে ।

“আমি কি করে বুঝবো? আশ্চর্য!”

হ্যাঁ , তুমি অবশ্যই নিয়ে আসতে পারো  না-দংশানো আশীবিষের চিরায়ত উদাহরণ।

না, তুমি অস্বীকার করতে পারনা মানবিক
অস্তিত্বের প্রার্থনা ,

যদি তুমি আয়নায় এমন একটি মুখ দেখতে চাও যা কিনা একজন মানুষের!

 

 

 

6 thoughts on “দুঃখরা ক্লিশে নয়”

  1. ভালো লাগলো অনেক।

    “না, তুমি অস্বীকার করতে পারনা মানবিক
    অস্তিত্বের প্রার্থনা ,

    যদি তুমি আয়নায় এমন একটি মুখ দেখতে চাও যা কিনা একজন মানুষের!”

    এই লাইনদু’টো অসাধারন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    1. অনেক ধন্যবাদ শুভ্রত (নামটি সুন্দর) ! এটি আমার প্রথম পোস্ট ! উৎসাহ পেলাম। ভালো থাকবেন ।

  2. leena,

    আপনার শব্দ ব্যবহার প্রাঞ্জল । বেশ শক্তিশালী আপনি বক্তব্যে । যা বোঝা গেল, এটি আপনার প্রথম লেখা । শেষের লাইন দু’টি অদ্ভুত জোরালো । স্তুতি নয়, আসলেই সুন্দর হয়েছে ।

    1. অনেক ধন্যবাদ আপনাকে ! আশা করি সবসময় আপনাদের শুভ কামনা আমার সাথে থাকবে ।ভালো থাকবেন … সবসময় !

Leave a Comment