এক যে ছিল আজব দেশ ।সেই দেশে মানুষ উপচায়ে পড়ত। এইজন্য ঐ দেশের চালাক মানুষরা কেউ মরতে বসলে তারে ভুলেও হেল্প করতো না ।কিন্তু মানবিকতা তো আর কম নাই। তাই মরার পর কিন্তু নাকি কান্না শুরু করতে ভুলতো না ..। “ক্যান মইরা গেলো, দেশের অপূরণীয় ক্ষতি হইছে” এই বলে ভ্যা ভ্যা শুরু করতো … তো একদিন হয়ছে কি…সেই দেশে এক বিরাট হৃদয়ের অধিকারী,
উদার এক মন্ত্রী ছিল। তিনি কোনও কাজেই কাউকে ছোট
মনে করতেন না । গণতন্ত্রের সমধিকারে বিশ্বাসী এক মন্ত্রীর কৃপায় ্সবাই গাড়ি চালানোর যোগ্য হইলো । অতঃপর বেবাক মানুষ টপাটপ মরতে লাগলো । তারপর আর কি!! দেশের গাছপালা ,পশুপাখি , নদীনালা মানুষের হাত থেকে মুক্তি পাইয়া সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ।
4 thoughts on “হৃদয়ে স্বদেশ”
Leave a Comment
You must be logged in to post a comment.
বাংলাদেশের বর্তমান সংকট নিয়ে চমৎকার একটি গল্প হয়েছে। ভাল লাগলো।
deshta asholei bosobaser ojoggo hoye gese. Eto manush more kintu ei durnitibaz muntri gulo more na. Ora omanush tai hoitoba!
লীনা,
লেখার অন্তর্নিহিত ব্যংগ বুঝতে অসুবিধে হয়না মোটেও।
কিন্তু লীনা, আপনার এই লেখার উত্তরে মন্তব্যগুলি কোথ্থেকে এসেছে আর এদের অর্থই বা কি, এটুকু বুঝে উঠতে পারছিনে । এই ব্লগে আনাড়ী বলে হালচাল বুঝতে সময় লাগবে হয়তো ।
শুভেচ্ছা থাকলো ।
@ I am who I am, দুঃখিত।
একটু পরীক্ষা করে দেখার জন্য মন্তব্য সবার জন্য ওপেন করে দিছিলাম। আজকে লগইন করে দেখি এই ভয়াবহ অবস্হা। স্পামাররা মনের শান্তি মিটিয়ে স্পামিং করে গেছে।