নিউইয়র্কে হুমায়ূন আহমেদকে দশ হাজার ডলার দিলেন শেখ হাসিনা

জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ বর্তমানে নিউইয়র্কে আছেন চিকিৎসার জন্য, তিনি কোলন ক্যানসারে আক্রান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হুমায়ূন আহমেদকে দেখতে যেয়ে দশ হাজার ডলারের চেক প্রদান করেছেন এবং তাঁর চিকিৎসার জন্য রাষ্টীয় সহযোগীতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী হুমায়ূন আহমেদকে দেখতে গিয়েছেন, খুব ভাল, কিন্তু তাকে দশ হাজার ডলারের চেক প্রদানের ব্যাপারটা মোটেও ভাল লাগলো না। হুমায়ূন আহমেদ নিজের চিকিৎসা ব্যয় বহনে যথেষ্ঠ সামর্থবান, এইজন্যই তিনি বাংলাদেশে চিকিৎসা না করিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তাকে অর্থ সাহায্যের প্রয়োজন নাই। দশ হাজার ডলার মানে প্রায় সাত লক্ষ টাকা। দেশে হাজার হাজার গরীব মানুষ টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না, তাদের দিকে সরকার কখনও তাকায় না, চিকিৎসার ব্যবস্হা তো দূরে থাকলো। উনি কয়েকজন মন্ত্রীসহ দিনের পর দিন যুক্তরাষ্ট্রে থেকে সরকারী টাকা উড়াচ্ছেন আর বিরোধীদলের সমালোচনা করছেন।

Leave a Comment