আজ আমি আপনাদের সামনে কোনো বিশেষ ধরনের পোস্ট নিয়ে হাজির হইনি । আজ আমি আপনাদের কাছে একটি প্রযুক্তি নির্ভর ওয়েব ব্লগ এর কথা শেয়ার করব । যেটাতে আপনারা ওয়েব ও প্রযুক্তি জগতের সর্বশেষ খবরাখবর জানতে পারবেন । এবং এটা একটা মুক্তমঞ্ছ যেখানে আপনারা সবাই আপনাদের জানা বিষয় গুলো সবার সাথে শেয়ার করতে পারবেন । কারন নিজে যা জানেন তা যদি অন্যকে না শিখান তাহলে তারা শিখবে কি করে । সবাইকে শিখার সুযোগ করে দিতে হবে । তা না হলে বাংলাদেশ অন্ধকারেই পরে থাকবে । বাংলাদেশ কে অন্ধকার থেকে আলোর মুখ দেখাতেই চালু হল আরও একটি বাংলা ব্লগ । প্রযুক্তির সাথে পরিবর্তনের পথে এই শ্লোগান নিয়ে তৈরি হওয়া ব্লগটির নাম : বাংলা-ফোরাম । আপনাদের সবার সহযোগিতায় এই ব্লগ টিও হয়ে উঠতে পারে সবার মনের মত একটি প্রযুক্তির মুক্তমঞ্চ ।
ধন্যবাদ সবাইকে ।