আজকের যুব সমাজ ঃ গন্তব্য কোথায়?

* যে কথা না বললেই নয়

চারিদিকে আজ এক ভয়ংকর বিষাক্ত পরিবেশ। কোথায় ছুটছে আমাদের যুব সমাজ? তাদের শেষ গন্তব্য কোথায়? প্রতিদিন পত্র পত্রিকার পাতা উল্টালে যুব অবক্ষয়ের করুণ চিত্র আমাদেরকে আতংকিত করে তোলে। বিষাক্ত সাংস্কৃতিক পরিমন্ডল, নষ্ট রাজনীতির নোংরা খেলা, ইয়াবা ও মাদকের ভয়াবহ নীল ছোবল, দলবাজী ও ঘুষ দূর্নীতির রাষ্ট্র ব্যবস্থা, ধর্মের নামে ভন্ডামী, ন্যায়ের নামে অন্যায়, আইনের নামে বেআইনী কর্মকান্ড, অশ্লীল ও নগ্নতায় আকন্ঠ চলচ্চিত্র জগৎ, ভোগবাদী সমাজ ব্যবস্থা, ধর্মহীন শিক্ষা ব্যবস্থা, দলীয় বিচার ব্যবস্থা এবং পারিপর্¦াশিক বিষাক্ততার সংমিশ্রনে আজ এমন এক শ্রেণীর হাইব্রিড যুব সমাজ আমাদের দেশে তৈরি হচ্ছে, যারা কাপড়ে-ছোপড়ে, কথায়, স্টাইলে এগিয়ে গেলেও নীতি নৈতিকতায় ধ্বংসের অতল সাগরে ডুবে গেছে। আর তার ফলস্বরুপ চারিদিকে অবক্ষয়ের এক বিভীষিকাময় সাগর তৈরি হয়েছে। যে সাগরে ডুবে অকালেই হারিয়ে যাচ্ছে আমাদের সম্ভবনাময়ী যুব সমাজ। সারা পৃথিবীতে খুন ও অকাল মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে এ যুব সমাজই। নি¤েœর প্রবন্ধ গুলোতে যুব সমাজের সেই অবক্ষয়ের করুণ চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি এসব অবক্ষয়ের কারণ ও প্রতিকার তোলে ধরা হয়েছে উক্ত প্রবন্ধ সমূহে। ২৭ টি প্রবন্ধ নিয়ে “আজকের যুব সমাজ ঃ গন্তব্য কোথায়? নামে এ সংকলনটি প্রকাশ করা হচ্ছে। দীর্ঘদিন যুব অবক্ষয়ের উপরে নানা স্টাডি, গবেষনা, তথ্য সংগ্রহ করে উল্লেখিত প্রবন্ধগুলো বিভিন্ন পত্র পত্রিকায় ও ইন্টারনেটে বিভিন্ন ব্লগে প্রকাশ করা হয়েছে। সেই প্রকাশিত প্রবন্ধগুলোর কিছু কিছু অংশ সংযোজন ও বিয়োজন করে বাছাই পূর্বক যুব সংশ্লিষ্ট প্রবন্ধগুলো নিয়ে আজকের এ সংকলন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের সুচিন্তিত পরামর্শ ও দিক নির্দেশনা যুব অবক্ষয় প্রতিরোধে ভূমিকা রাখবে। যুব সমাজ দেশ ও জাতির প্রাণ। কিন্তু তারা অজান্তেই অবক্ষয়ের সাগরে পড়ে হারিয়ে যাচ্ছে। সারা পৃথিবীর সভ্যতার আজকের এ উন্নতির মূলেই রয়েছে যুব সমাজের প্রধান ভূমিকা। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি তাদেরকে সত্যিকারের মানুষ রুপে গড়ে উঠার সেই সুযোগ ও পরিবেশ দান করতে। তাইতো আজ চর্তুদিকে যুব সমাজের এ করুণ দশা। আলোচিত প্রবন্ধগুলো অবক্ষয় গ্রস্ত যুব সমাজকে আলোর পথ দেখাতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই আজকের যুব সমাজের প্রত্যয় হোক কবির ভাষায়,
এমন জীবন তুমি করিবে গঠন
মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন।
পরিশেষে আল্লাহর দরবারে এই প্রার্থনাই করি, আল্লাহপাক যেন আমাদের দেশের সকল যুব সমাজকে অবক্ষয়ের যাতাঁকল থেকে মুক্তি দান করে দেশ ও জাতির ভাগ্যে উন্নয়নে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করেন। আমীন।
সেই প্রবন্থগুলো লিংক সহ নিন্মে পেশ করা হল ঃ

অবক্ষয়ের কবলে আধুনিক বিশ্ব ঃ অনৈতিকতার সয়লাভে বিপর্যস্ত মানবতা

অবক্ষয়ের কবলে যুব সমাজ ঃ অশান্ত পৃথিবী

এইচ আইভ এইড্স ঝুঁকিতে বাংলাদেশ


যৌন সন্ত্রাসের কবলে যুব সমাজ

কবে বন্ধ হবে এ’ অভিশপ্ত ছাত্ররাজনীতি

পর্ণো আগ্রাসন ঃ ধ্বংসের কবলে যুব সমাজ

ড্রাগ আগ্রাসনের কবলে বাংলাদেশ

স্যাটেলাইট আগ্রাসন ঃ অবক্ষয়ের কবলে মানব সভ্যতা

সাংস্কৃতিক আগ্রাসন ঃ কোন পথে যুব সমাজ?

ইভটিজিং ঃ বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যৌন সন্ত্রাস

সাইবার ক্রাইম ঃ তথ্য প্রযুক্তির নতুন এক অভিশাপ

অর্থের অভাবে লিভটুগেদার ঃ মানুষ কি পশুতে পরিণত হচ্ছে?

ভ্রুণ হত্যা ঃ সভ্যতার বিপরীতে একটি জঘন্য অপরাধ

যুব অবক্ষয় ও ভ্যালেন্টইন ডে

আপনার ইন্টানেট আসক্তি অসুস্থতা কিনা কিভাবে বুঝবেন?


ভিড়িও ব্ল্যাকমেইল ঃ রুখতে হবে এখনই

একটি ধর্ষণ ও হত্যা মামলা এবং কিছু প্রস্তাবনা

পরিবার প্রথাই পৃথিবীতে শান্তি শৃঙ্খলার রক্ষাকবজ

মাইকেল জ্যাকসনের করুণ পরিণতি থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন

মানবতা রক্ষায় একটি কুকুরের সাহসী ভূমিকা

হে যুবক এসো ‘না’ বলি

তারুণ্যোর শপথ হোক ধুমপানমুক্ত দেশ গড়ার

মাদকমুক্ত সমাজ হোক তারুণ্যের অঙ্গীকার

হে যুবক জান্নাতে যেতে চাও কি?

হে যুবক এসো ‘বর্জন’ করি

হে তরুণ তোমাকেই বলছি

একটি মানবিক আবেদন

2 thoughts on “আজকের যুব সমাজ ঃ গন্তব্য কোথায়?”

  1. Allahpak ar kachhe prarthana keno krchhen? Uni ki achhen? Thakle ai Islamic desher ai obostha? Allahke borong rehai din. Paribar theke manobikota o shamajik shitachar na sikhe dharma niye porhe thakle ai hobe. Dharma chharha bhalo manush hoya jay. Ashun amra sudhu bhalo manush hobar chesta kori.

Leave a Comment