অবশেষে ভিকি’দের জয় – মঞ্জুআরা নতুন অধ্যক্ষ

দিনভর অনেক নাটক তালবাহানার পর ভিকারুন্নেসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মঞ্জুআরা বেগমকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইতিহাস বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। হোসনে আরা বেগমকে তিন মাসের ছুটিতে রাখা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড এই স্কুলের দেখভাল করার জন্য চার সদস্যের একটি কমিটি করে দিয়েছেন, এই কমিটি স্হায়ী অধ্যক্ষ নিয়োগ দিবেন। আগের কমিটি বিলুপ্ত।

আগের স্হায়ী কমিটি ছাত্রীদের বিক্ষোভের মুখে অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অপসারণ করে আম্বিয়া খাতুনকে এই পদে অস্হায়ীভাবে নিয়োগ দেন। হোসনে আরা এই নিয়োগ প্রত্যাখ্যান করেন। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও বলেন, স্হায়ী কমিটির দেওয়া নিয়োগ অবৈধ, আইনগতভাবে হোসনে আরা অধ্যক্ষ।

ভিকারুন্নেসা নূনের বেইলি রোড ক্যাম্পাসের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে ক্লাস বর্জন করে এই ঘটনার প্রতিবাদ করে। হোসনে আরাকে প্রতিহত করতে তারা সকল গেটে অবস্হান নেয়। হোসনে আরার বাড়িতে জুতা ও বোতল ছুড়তে থাকে। পুলিশের বাঁধার মুখেও তারা স্লোগানে স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে। দুই দফা দাবীতে তারা স্লোগান দিতে থাকে। হোসনে আরার পদত্যাগ ও পরিমলের উপযুক্ত শাস্তি। পুলিশ বাহিরে থেকে নানাভাবে ভয় ভীতি দেখায়। ১০ জন মেয়ের একটা দল প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দিতে যায়।

অবশেষে ছাত্রীদের বিক্ষোভের মুখে ঢাকা শিক্ষা বোর্ড থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মঞ্জুআরা খাতুনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। হোসনে আরা তিন মাসের ছুটিতে। ভিকিদের জয়। অন্যায়ের বিরুদ্ধে জয়। নারীদের জয়। ছাত্রদের জয়। ওয়েলডান ভিকিস।

Leave a Comment