বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্যগুলোর অন্যতম। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ভাস্কর্য যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
স্থপতি : নিতুন কুন্ডু
১৯৭৩ সালে এর কাজ শুরু হয় এবং ১৯৭৯ সালে শেষ হয়।
৬ ফুট বেদীর উপর নির্মিত এ ভাস্কর্যটির উচ্চতা ১২ ফুট, প্রস্থ ৮ ফুট এবং ব্যাস ৬ ফুট।
রাইফেল হাতে দুজন মুক্তিযোদ্ধা দাড়িয়ে। একজন লুঙ্গি পরা, মাথায় গামছা বাধা, হাত মুষ্টিবদ্ধ।
অন্যজন প্যান্ট পরা, কোমরে গামছা বাধা।
ভাস্কর্যটি যেন ইঙ্গিত করছে, এদেশের তরুন প্রজন্ম, অন্যায় অনৈতিকতার বিরুদ্ধে যুদ্ধে এবং একটি সুন্দর দেশ গড়ার জন্যে বদ্ধপরিকর
‘Movement is its main characteristic. When we see it, it seems that something is coming out of the wall. In my opinion, the sense of motion came through for the first time in this sculpture, out of all liberation war themed sculptures,’ says Rabiul Husain.