Write Bangla On Mobile Phone এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা …
http://m.websolutionbd.net/
For some Rules And Keymap see this:
http://m.websolutionbd.net/keymap.php
For more info And FAQ see this:
http://m.websolutionbd.net/faq/index.php
………………………………
আর “OPERA MINI” অথবা “UC”ব্রাউজার এর “কপি পেস্ট” অপশন ব্যবহার করে মোবাইল থেকে বাংলা লিখুন যেকোন ওয়েব / ওয়াপ সাইটে…।।
………………………………
কিভাবে যে কোন মোবাইলে বাংলা লিখবেন?
স্টেপ ১ :
http://m.websolutionbd.net/
এই এপ্প্লিকেশন এ যান…
স্টেপ ২ :
তারপর ফেসবুক পারমিশন দিতে বলবে…
দুই বার (বেসিক ইনফো এবং ওয়াল পোষ্ট) পারমিশন “এলাউ” দিতে বলবে ফেসবুক…
এলাউ করুন….
(***এই স্টেপ টি শুধুমাত্র প্রথম বার ব্যাবহার করার সময় লাগবে,”এলাউ” হয়ে গেলে পরবর্তীতে আর এই স্টেপ টা রিপিট করতে হবে না।***)
স্টেপ ৩ :
তারপর “Banglish Input Box” এ যা লিখার লিখে…
“Convert Banglish To Bangla” তে ক্লিক করে লেখা টি কে বাংলায় রুপান্তর করুন…
রূপান্তর করা বাংলা লেখা টি “Bangla Output Box” এ চলে আসবে…
(**এখন রূপান্তরিত বাংলা লেখাটি “OPERA MINI” অথবা “UC”ব্রাউজার এর “কপি পেস্ট” অপশন ব্যবহার করে যেকোন ওয়েব / ওয়াপ সাইটে ব্যাবহার করুন…।।**)
স্টেপ ৪ :
“Bangla Output Box” এ রুপান্তরিত বাংলা মোবাইলে দেখা না ও যেতে পারে… আপনি হয়তোবা বাংলার পরিবর্তে “Bangla Output Box” এ “▯▯▯▯▯▯▯▯” এমন কিছু দেখতে পাবেন…
সেক্ষেত্রে আপনি বানান ভুল করেছেন কিনা তা বুঝতে পারবেন না ,আর তাই মোবাইলে বানান ভুল ঠিক করার জন্য ব্যাবহার করুন “Check Spelling Before Post” বাটন টি…
“Check Spelling Before Post” বাটনে ক্লিক করলে আপনি মোবাইলে “Bangla Output Box” এ রুপান্তরিত বাংলা টি দেখতে পারবেন এবং বানানে ভুল থাকলে তা আবার শুদ্ধ করে নিতে পারবেন…
স্টেপ ৫ :
এবার “Post FB Status To Your Wall” এ ক্লিক করুন…
ব্যাস হয়ে গেল…
তারপর ও কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক ফ্যান পেজে যোগ দিন এবং সমস্যা সম্পর্কে আমাদের জানান…
http://www.facebook.com/WriteBanglaViaMobile
প্রসেসটা একটু জটিল, তারপরও ভাল লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলে বিস্তারিত লিখেছি দেখে একটু জটিল মনে হচ্ছে, এই প্রসেস তা ৪ লাইনে ই লিখা যেত, কিন্তু রিলেটেড সব প্রশ্নের উত্তর একই পোস্টে দিতে গিয়ে পোষ্ট টা বড় হয়ে গেছে।
ইউজ করে দেখবেন, খুব বেশি জটিল না।
বর্তমানে এটা প্রায় ৪০০০+ ইউজার ব্যাবহার করছে…।।
ভাই, অনেক ধন্যবাদ। মোবাইলে বাংলা লেখার একটা সমাধান খুঁজছিলাম অনেক দিন হলো, অবশেষে একটা পাওয়া গেল।
কোন সমস্যা খুজে পেলে জানাবেন…।।