বিশ্বকাপের জন্য বাংলাদেশের চুড়ান্ত দল ঘোষণা। বাদ পড়লেন মাশরাফি।

আজকে ১৫ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। দলে জায়গা হয়নি মাশরাফি বিন মুর্তজা, অলক কাপালি, সৈয়দ রাসেল আর শাহাদত হোসেনের।

masrafi bin murtoza

মাশরাফির বাদ পড়াটা দুঃখজনক। যদিও ইনজুরির কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে, কিন্তু ইনজুরি কাটিয়ে ভাল একটা কিছু করার দৃঢ প্রত্যয় ছিল তার মধ্যে। এমন লড়াকু মানসিকতার খেলোয়ার বাংলাদেশ ক্রিকেট টিমের বিড়ল। তাকে একটা সুযোগ দেওয়া হলে হয়তো ইনজুরি কাটিয়ে ভাল একটা কিছু করে দেখাতে পারতো। তার বাদ পড়াতে একটু খারাপ লাগতেছে। আজকে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন।’ বলার সময় তার চোখ জলে ভিজে উঠেছিল। মাশরাফিকে বাদ দেওয়ায় আগামীকাল নড়াইলবাসী পূর্ণদিবস হরতাল ডেকেছে নড়াইলে।

১৫ সদস্যের বাংলাদেশ দল:

সাকিব আল হাসান(অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), শাহরিয়ার নাফিস, মুহম্মাদ সোহরাওয়ার্দী, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, মুশফিকুর রহিম, জুনায়েদ সিদ্দিকি, রকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, রুবেল হোসেন, ইমরুল কায়েস ও মুহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ দলের জন্য শুভকামনা।

Leave a Comment