কৌতুক নিয়ে তৈরি ব্লগ(হাসির ঝলক)

১ । পরীক্ষার হলে প্রশ্ন দেখে ছাত্র লেখা শুরু করল।প্রশ্নঃ ট্রাফিক সিগন্যাল কত প্রকার ও কি কি ?ছাত্র উত্তর লিখল……
……ঊত্তরঃ
ট্রাফিক সিগন্যাল ৩ প্রকার । যথাঃ-
১। মনে নাই।
২। ভুইলা গেছি।
৩।কিছু মনে কইরেন নাহ,দুস্টামী করলাম। …..





↓বিঃদ্রঃ পরীক্ষা ছিল “ আর্কিটেকচার “ আরবান প্লানিং বিষয়ের ।
2.একচোর একবার এক বাড়িতে ঢুকল…সবা
ই ঘুমাচ্ছিল শুধু বাড়ির একটা পিচ্চি জেগে ছিল…।
চোর চুরি করে যাওয়ার সময় বাচ্চাটা বলল…:
.
.
.
.
.
.
.
.
.
অই মিয়া…আমার স্কুল ব্যাগ নিয়া যাও… নইলে কিন্তু সবাইরে জাগায়া দিমু …………3.এক ভদ্রমহিলা গেছেন ডাক্তারের কাছে—
ভদ্রমহিলা:
ডাক্তার সাহেব, আমার দুটো কান পুড়ে গেছে।
ডাক্তার: হুম্, দেখতে পাচ্ছি। কিন্তু কীভাবে পুড়ল?
ভদ্রমহিলা: আমি আমার স্বামীর শার্ট ইস্ত্রি করছিলাম। হঠা ৎ ফোন এল। আমি ফোন না তুলে ভুল করে ইস্ত্রিটা তুলে কানে লাগিয়ে ফেলেছিলাম।
ডাক্তার: বুঝলাম, কিন্তু অন্য কানটা পুড়ল কীভাবে?
ভদ্রমহিলা: লোকটা যে আবারও ফোন করেছিল!

4.একদিন শিক্ষক ক্লাস এ
বিয়ে নিয়ে কথা বলছিলেন ..
শিক্ষকঃজনি
, তুমি কেমন স্ত্রী চাও??
জনিঃ চাঁদের মত
শিক্ষকঃ ওয়াও!! খুব সুন্দর … তুমি কি চাও তোমার
স্ত্রী চাঁদের মত সুন্দর আর শান্ত হবে??
জনিঃ না স্যার আমি চাই সে রাতে আসবে আর
সকালে চলে যাবে
5.শিক্ষকঃ প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যে
র জন্যে ভালো।
ছাত্রঃ আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি..
শিক্ষকঃ গুড বয়… প্রতিদিন কত ঘন্টা করে খেলো?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ছাত্রঃ মোবাইলের ব্যাটারী শেষ না হওয়া পর্যন্ত…!
আরো হাসতে চান:

http://hashirjholok.blogspot.com/প্রাণ খুলে হাসুন।।সুস্থ থাকুন।

Its updated regularly.so visit everyday….

Leave a Comment