হাসির ঝলক ব্লগের নতূন কৌতুক

১।হ্যালো, ইন্সপেক্টর
সাব। ফোন করে আমাকে এক ব্যক্তি বারবার হুমকি দিচ্ছে। ;”P
–কে হুমকি দিচ্ছে? কি বলছে ? ;O
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
–টেলিফোন অফিস থেকে হুমকি দিচ্ছে। বলছে ১৫ তারিখের মধ্যে টাকা না দিলে ফোনের লাইন কেটে দেবে।

২।তিনটা আপেল দুনিয়ার চেহেরাই পাল্টায় দিসে_____
১মটা যখন হাওয়ার কথা শুইনা আদম আপেল খাইসিল____
২য় যখন নিউটন এর মাথায় আপেল পরছিল____
৩য় এই Steve Jobs এর আপেল____
চতুর্থ অ্যাপেলটার জন্য ওয়েট করতেসি______

৩।একটি ছোট ছেলে একটি চাকু নিয়ে তার হাতে তার গার্লফ্রেন

্ডের নাম লিখল।
কয়েক মিনিট পর সে জোরে কাঁদতে লাগল
কেন? ব্যাথা করছে?

না !
তাহলে?



বানান ভুল হইসে !!!

৪।অভিনব মার্কেটিং টিপস
একদিন এক শপিং মলে-
এক মডেলঃ “ম্যাডাম; এখানে খাবার ফ্রি… একবার খেয়ে দেখুন”
মহিলাঃ “ঠিক আছে;আমি একবার চেখে দেখবো”
(খাওয়ার পর)
মহিলাঃ “ইয়াক!! খাবার তো পচে গেছে!!”
মডেলঃ “ঠিক বলেছেন ম্যাডাম;আপ
নার খাবারও এভাবে পচে যাবে যদি আপনি ফ্রিজ ব্যবহার না করেন; আসুন আমি আপনাকে সস্তা দামে ফ্রিজ দেখাচ্ছি”

৫।বিমর্ষ এক ভদ্রলোক একটি রেস্টুরেন্
টে গিয়ে বসলেন; এক গ্লাস লাচ্ছি দিতে বললেন ওয়েটারকে।

অন্য দিনের চেয়ে তাড়াতাড়িই চলে এল লাচ্ছির গ্লাস। খাবার আগে ভাবলেন, রেস্টুরেন্টের জানালা দিয়ে একবার বাইরের দুনিয়াটাকে দেখবেন।
টেবিলে ফিরে এসে দেখলেন তাঁর লাচ্ছির গ্লাস অন্য একজনের হাতে।
তিনি বেশ আয়েশ করে তাঁর সেই গ্লাস থেকে লাচ্ছি খাচ্ছেন।
এই দৃশ্য দেখে তিনি চেয়ারে বসে কাঁদতে শুরু করলেন।
সামনের লোকটি বিব্রত হয়ে বললেন, ‘প্লিজ, কাঁদবেন না, এক গ্লাস লাচ্ছিই তো; আমি আপনাকে দুই গ্লাস লাচ্ছি কিনে দিচ্ছি।’
শুনে তিনি বললেন, ‘আমি সে জন্য কাঁদছি না।’
তাহলে? জানতে চাইলেন ওই লোকটি।
তিনি বলতে শুরু করলেন, ‘ঘুম থেকে উঠেই বউয়ের সঙ্গে বিরাট ঝগড়া হলো; বাসে মানিব্যাগ ছিনতাই হলো; অফিসে গিয়ে শুনলাম চাকরি চলে গেছে; বাসায় ফিরে দেখি বউ বাপের বাড়ি চলে গেছে··· এত কিছুর পর ত্যক্তবিরক্ত হয়ে রেস্টুরেন্টে এসে বিষ খাব বলে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়েছি···সেটাও আপনি খেয়ে ফেললেন! আমার তো কপালটাই খারাপ!!’

আরো চাই: http://adf.ly/345833/hashirjholok.blogspot.com/

Leave a Comment