একটু প্রাণ খুলে হাসুন !!!৫!!!

১।পাপ্পুর কাছে একবার যমদূত আসলো,বলল, “তোমার পরপারে যাওয়ার সময় হয়েছে”
পাপ্পু-“কিন্তু আমি এখন যেতে চাই না”

যমদূত-“কিন্তু আমার লিস্টের সবার উপরে তোমার নাম লেখা আছে”

… পাপ্পু-“ঠিক আছে;তুমি একটু খেয়ে দেয়ে আরাম করো ;এরপর আমাকে নিয়ে যেও”

তো যমদূত খেয়ে দেয়ে আরামের একটা ঘুম দিলো।

পাপ্পু তখন যমদূতের লিস্ট থেকে উপরের নিজের নামটা কেটে দিয়ে সবার শেষে লিখে দিলো।

যমদূত যখন ঘুম থেকে উঠলো; বলল,”তোমার ব্যাবহারে আমি খুশি হয়েছি;এখন আমি লিস্টের নিচ থেকে শুরু করবো”
:প

২।দুনিয়ার সবচেয়ে বড় দুঃখ.
ডবল বেডে সিঙ্গেল ঘুমানো.

৩।স্বামীর প্রতিরাতে মাতাল হয়ে ঘরে ফেরায় অতিষ্ট হয়ে স্ত্রী অবশেষে ঠিক করলো তাকে ভয় দেখাবে।

দোকান থেকে কিনে আনা শয়তানের শিং, লেজ ওয়ালা পোশাক পরে সে দাঁড়িয়ে রইলো গেটের ঠিক বাইরে গাছের আড়ালে।

যথারীতি স্বামী মাতাল হয়ে ফিরছে। স্ত্রী শয়তানের বেশে হাউ-মাউ করে তার সামনে গিয়ে পড়লো।

স্বামী ভড়কে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে?

স্ত্রী মোটা গলায় উত্তর দিলো: আমি শয়তান।
.
.
.
.
.
.
.

স্বামী বললোঃ তাই নাকি। তাহলে বাসায় চলো। তোমার বোনকেই তো আমি বিয়ে করেছি।

৪।একবার এক বিখ্যাত বক্তা তার ভাষণে বললেন,
“আমার জীবনের সেরা সময় এক মহিলার সাথে কেটেছে,কিন্তু সে আমার স্ত্রী নয়” সকল শ্রোতা শুনে চমকে উঠে চুপ হয়ে গেলো।
এরপর বক্তা যোগ করলেন,
“তিনি আমার মা”
সবাই হেসে উঠে হাততালি দিয়ে উঠলো।
… হাবলুও সেখানে ছিল,এবং সে খুবই অভিভূত হল।ঠিক করলো সেও এটা বাড়িতে গিয়ে বলবে। সে বাড়িতে গিয়ে কিচেনে স্ত্রীকে গিয়ে জোরে বলল,
“আমার জীবনের সেরা সময় এক মহিলার সাথে কেটেছে,কিন্তু সে আমার স্ত্রী নয়”
এরপরে সে একটু চুপ থাকলো আর বাকি অংশ মনে করার চেষ্টা করলো
কিন্তু সে পারলো না মনে করতে যখন তার জ্ঞান ফিরল দেখল
.
.
.
.
.
.
সে হাসপাতালে,ফুটন্ত পানিতে পোড়া আঘাতের চিকিৎসা করা হচ্ছে।

৫।দুষ্টের অজুহাত ………. .
শিক্ষকঃ হোমওয়ার্ক করনাই কেন??
হাদীঃ স্যার, কারেন্ট ছিলনা
শিক্ষকঃ তাহলে মোমবাতি জ্বালাতে
হাদীঃ স্যার ম্যাচ ছিলনা
শিক্ষকঃ ম্যাচ কেন ছিলন??
হাদীঃ অন্য ঘর এ ছিল
শিক্ষকঃ তাইলে অইখান থেকে নিলি না কেন??
হাদীঃ গোসল করিনাই তাই ওখানে যাই নাই
শিক্ষকঃ গোসল কেন করিস নাই
হাদীঃ পানি ছিলনা স্যার
শিক্ষকঃ পানি কেন ছিলনা??
হাদীঃ স্যার মোটর (পানি তুলার পাম্প) চলেনাই তাই
শিক্ষকঃ আরে উল্লুক মোটর কেন চলেনাই??
হাদীঃ স্যার আপনারে তো বলছি যে কারেন্ট ছিলনা
দেখেন কত দুষ্ট!! দুষ্টের ছলের অভাব হয়না!! এই দুষ্ট ছাত্রের দুষ্টামি তে মজা পেয়ে থাকলে কষ্ট করে একটু লাইক দিন তো

আরো চাইলে:
http://hashirjholok.blogspot.com/

Leave a Comment