#কতগুলি অমোঘ সত্য :
১। ইঞ্জিন বা মোটর সারাবার পর যখন হাতে তেল লেগে থাকবে, তখনই নাক
চুলকোবে।
২।টেলিফোনে ভুল নম্বর ডায়াল করলে কখনো সেটা এনগেজড বা বিজি থাকে না।
৩। বস-কে যদি মিথ্যে অজুহাত দেন যে, টায়ার ফাঁসার জন্য কাজে আসতে দেরি হয়েছে; তাহলে পরের দিনই টায়ার ফাঁসবে।
৪।যে লাইনে দাঁড়িয়েছেন, সেই লাইন ছেড়ে অন্য একটা লাইনে দাঁড়ালে দেখবেন
আগের লাইনটাই দ্রুত এগোচ্ছে।
৫।কাউকে নিয়ে যখন ঘুরছেন, তখন যাঁকে চান না আপনাদের একসঙ্গে দেখেন-
তাঁকে দেখার সম্ভাবনাই বেড়ে যাবে।
৬। যখন কাউকে দেখাতে চান যে,একটা জিনিস কাজ করছে না, তখনই সেটা
ঠিকঠাক কাজ করে বসে।
৭।মেইলবক্স বা পোস্টবক্স দেখা মাত্র আপনার মনে পড়বে যে চিঠিটা পোস্ট করার
কথা ছেল, সেটা সঙ্গে নেই।
৮। বাসে উঠে বা অফিসে এসে ভাবনা শুরু হবে, বাড়ির ফ্যানটা বা পাম্পটা বন্ধ
করে এসেছেন কিনা।
৯. অণেকক্ষণ থেকে পড়াশুনা করছেন কিন্তু কেউ দেখলে ণা কিন্তু যেই মাত্র মোবাইল হাতে বা পিসিতে তখন ই আম্মুর চোখ পড়ে ।
#এক ব্যাটায় চাকরীর ইন্টারভিউ দিতে গ্যালে হ্যারে বায়োডাটা তৈরীর একখান ছক দেওয়া হইল। নাম ঠিকানা ইত্যাদি ঘরে সে সঠিক লিখল। ভ্যাজাল বাধল Sex এর ঘরে যাইয়া। অনেক ভাইবা চিন্তা কইরা লিখল….
Sex: সপ্তাহে 8 বার করি।
কেরানীর কাছে জমা দিলে হ্যায় মহিলা না পুরুষ লিখতে কইল। আবার দীর্ঘক্ষণ ভাইবা লিখল।
SEX : ..
.
.
.
.
.
.
.
..
সপ্তাহে 8 বার করি, মাইয়া লোকের সাথে, ব্যাটাগো সাথে না
#এবারের কুরবানির হাটের গরম গরম মাল ! আপনি কোনটা কিনবেন ??
1.রা-ওয়ান ষাড়
2.ছাম্মাক ছল্লু ছাগল
3.বডিগার্ড উট
4.তেরি মেরি দুম্বা
5.রক ইস্টার ভেড়া
6.পান্জাবি মুরগি !!
#Practice করলে perfect হওয়া যায়…
কিন্তু,তারপরও আমরা কেউ Perfect না….. .
তাহলে practice করে কি লাভ?
আমরা এখানে অন্যদের সাহায্য করার জন্য তা যদি সত্যি হয়ে থাকে,
তাহলে অন্যরা এখানে কিসের জন্য?
যারা wise তাহারা নাকি বিয়ে করে না।
আর যখন বিয়ে করে তখন otherwise হয়ে যায়।
আপনার বাবা দরিদ্র হলে সেটা আপনার নিয়তি,
কিন্তু শ্বশুর দরিদ্র হলে সেটা হবে আপনার বোকামি।
যত বেশি শিখবে,ততো বেশি জানবে,
যত বেশি জানবে,ততো বেশি ভুলবে,
যত বেশি ভুলবে,ততো কম জানবে,
তাহলে শেখার কি দরকার?
আপনার ভবিষ্যৎ যদি স্বপ্নের উপর নির্ভর করে,
তাহলে জেগে আছেন কেন? ঘুমাইতে যান।
#প্রশ্নঃ- মোবাইল ফোন আর বিয়ে … এ দুটির মধ্য কি সাদৃশ্য লক্ষ্য করা যায় ?
উত্তরঃ-
►
►
►
►
►
►
►
►
►
►
►
►
►
►
►
►
►
সারাক্ষনই মনে হয়, আর কিছুদিন অপেক্ষা করলে এরচেয়েও ভাল মডেল পাওয়া যেত….