##হাবলু ট্যুরে গেছে। ওখান থেকে সে বাসায় ফোন করলো।ফোন ধরল নতুন চাকর।
হাবলুঃ “তোমার মেমকে দাও”
চাকরঃ “মেম তো সাহেবের সাথে বেডরুমে”
হাবলুঃ “মানে??আমিই তো সাহেব বলতিছি!”
চাকরঃ “তো আমি কি করবো?”
হাবলুঃ(রেগে গিয়ে) “ওদের ২ জনকে গুলি করে মারো”
চাকরঃ “কি??”
হাবলুঃ “তোমাকে ১লাখ টাকা দিব।তুমি ওদের এখনি মেরে ফেল।আমি লাইনে আছি”
মেরে ফেলার পর
চাকরঃ “লাশ ২টা কি করবো?”
হাবলুঃ “সুইমিং পুলে ফেলে দাও”
চাকরঃ”মানে?সুইমিং পুল পাব কই?”
হাবলুঃ”কি?বাসায় সুইমিং পুল নেই??”
চাকরঃ “না।”
হাবলুঃ “এটা ২৮৪৬৯৮৫২ নাম্বার না??”
চাকরঃ “না”
হাবলুঃ “সরি, রং নাম্বার”
##এক
ছেলে এক মেয়ে কেঃ “I LOVE YOU!!”
মেয়ে খেপে গিয়েঃ “মেয়েদের
সাথে সম্মান দিয়ে কথা বলতে পার
নাহ??”
….
.
.
.
.
ছেলেঃ “আসসালামু আলাইকুম।।
I LOVE YOU!!”
##শিক্ষক : মানুষ পরিবর্তনশীল এটার প্রমাণ কে দিতে পারবে?
ছাত্র : আমি পারব স্যার?
শিক্ষক : বল।
ছাত্র : আমাদের পাড়ার একজন যখন আমাদের সাথে আড্ডা দিত তখন তাকে বড় ভাই বলে ডাকতাম। তারপর তিনি যখন আমাদের বাসায় টিউশনি করতে এলেন তখন তাকে স্যার বলে ডাকতাম। এরপর তিনি আমার বোনকে বিয়ে করলেন, এখন তিনি দুলাভাই।
##১. অতি সহজে মিথ্যা বলতে পারে যে- রাজনীতিবীদ।
২. বাংলার র্গব- র্দুনীতি শিরোপা।
৩. টাকায় সহজলভ্য- পুলিশের বিবেক।
৪. টাকা অর্জনের সহজ উপায়- পীর ব্যবসা।
৫. আগামীতে যা দেখবো- আদম টিজিং।
৬. জনগনের সহজলভ্য সম্পত্তি- খোলা পোষাকের ডিসকো নারী।
৭. নিজের ভবিষ্যৎ জানে না যে- গণক।
৮. বেহায়াদের স্বর্গউদ্যাণ- বলধা ও বোটানিক্যাল র্গাডেন।
(সবার জন্য নহে, শুধু কিছু বেহায়াদের জন্যে প্রযোজ্য)
৯. রাজনীতির প্রধান যোগ্যতা- সন্ত্রাসবাদ।
১০. যাদের জীবনের মূল্য দেওয়া হয় না- টোকাইদের।
##এক মহিলা তার একটা পোর্ট্রেট আঁকতে দিল এক শিল্পীকে। বলল, ‘আমার ছবিটায় গলায় খুব দামি কিছু গহনা এঁকে দেবেন।’
শিল্পী: কেন?
মহিলা: আমার মৃত্যু হলে আমার স্বামী যদি আবার বিয়ে করে, তখন তার দ্বিতীয় স্ত্রী যেন এ ছবি দেখে ওর জীবন বরবাদ করে দেয়।