##এক মুরগি আর কাক এর মধ্যে বিয়ের কথাবার্তা হয়ে গেল
তখন মোরগ, মুরগি এর কাছে গেল আর বলল
” আমার মধ্যে কিসের কমতি, আমি শেভ করা ছাড়াই শাহাদাত এর চে স্মার্ট,কাক থাইকা দেখতে সুন্দর, তুমি আমি এক ই জাতের
আমার গলার আওয়াজ কাউয়ার চে অনেক ভালো আর এছাড়া মোরগ ইউনিওন এর প্রেসিডেন্ট আমি!
.
.
.মুরগিঃআমি তোমার সব কিছুই মাইনা নিলাম
কিন্তু আম্মা আব্বা কইছে উনাগ জামাই এয়ার ফোর্স এর হইতে হইব
##বাবাঃহাদি, দুষ্টামি করলে তোমাকে আমি মারব বলেছিলাম মনে আছে?? তুমিও কথা দিয়েছিলে আর দুষ্টামি করবেনা!! কিন্তু সে কথা রাখতে পারনি!!
হাদিঃআমি কথা রাখিনাই তাই তুমিও কোথা রেখনা বাবা
##এখন তো শীত ও “পড়তে” শুরু করছে
.
.
.
.
.
কিন্তু আমরা কখন পড়মু?? :’(
##যখন একটা বাচ্চা জন্ম নেয়…
তখন সবার কমেন্ট
বাবাঃ “পুরো আমার মত নাক
মাঃ “ আমার মত চোখ পাইছে”
মামাঃ “ হাত পা গুলো দেখো!আমার মত হবে”
চাচাঃ “আরে এ তো পুরোই আমার মত… ”
আর যখন ওই বাচ্চা বড় হয়; আর একটু উল্টা পাল্টা কাজ করে… তখন সবার একি কমেন্ট…
“এ বাচ্চা হইছে কার মতো???”
##কিছু ধরা খাওয়া মুহূর্ত
মুহূর্ত ১.আপনার সবচে প্রিয় বন্ধু আপনার প্রেমিকাকে বিয়ে করল!!!২।১০ নম্বর এর প্রশ্ন পড়ে গেছেন পরীক্ষায় আসছে ২ নম্বর দিয়া!! ৩.স্টাডি টুর এ শিক্ষক বাস এ আপনার পাশের সিত এই বসলেন ৪। খুব সুন্দর একটা মেয়ে আপনার পাশ দিয়ে হেঁটে গেলো কিন্তু আপনার সাথে আপনার বাবা।৫। শিক্ষক আপনার পরীক্ষার খাতার ব্যাপার এ কথা বলছেন সাম্নেই আপনার জুনিয়র দাড়িয়ে।
#@#অন্যদের কে বলি ”চলো চা খাই”
কিন্তু বন্ধু দের বেলাতে ”কিরে চা খাওয়াবি না কিপটামি কম কর??”
অন্যদের কে বলি “ভাই একটা ফোন করতে পারি??”
কিন্তু বন্ধু দের বেলাতে “ প্যাঁচাল না পাইড়া ফোন দে কোথা কমু”
অন্যদের কে বলি “চলো ঘুরতে যাই”
কিন্তু বন্ধু দের বেলাতে “ভাব কম ধর চুপ চাপ চল”
অন্যদের সাফল্লে বলি “দোয়া করি যাতে আরও ভালো করো “
কিন্তু বন্ধু দের বেলাতে “ ওই বেটা খাওয়াবি কখন ?? এখন ই চল”
অন্যদের বলি “ তোমার গার্ল ফ্রেন্ড/বয়ফ্রেন্ড মানে আমার ভাবি দুলাভাই”
কিন্তু বন্ধুদের সাথে “ দোস্ত তোর বউ আমার বউ আমার বউ তোর ভাবি ”
আসলেই পৃথিবীতে বন্ধু আছে বলেই আমাদের জীবন টা এত সুন্দর !! সকল বন্ধুদের প্রতি শুভকামনা!!