দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন মুহিত। শনিবার, ২১ মে ২০১১ তে মুহিত হিমালয়ের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহন করেন। তার সঙ্গী ছিলেন একজন নেপালি নাগরিক ‘প্রেমা দর্জি শেরপা’। এভারেস্টের চূড়ায় উঠার পর মুহিত প্রেমার মোবাইল ফোন থেকে বিএমটিসি (BMTC) এর চেয়ারম্যান এনামুল হকের কথা বলেন। তার এই সাফল্যে আমরা বাঙালিরা গর্বিত।
৩৯ বছর বয়স্ক মুহিত বাংলা মাউন্টেইনারিং ট্রাকিং ক্লাবের একজন সদস্য। ঠিক একবছর আগে ২৩ মে মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করে। মুসা মুহিত কে অভিনন্দন জানিয়েছেন।
একটা ব্যাপার লক্ষনীয়, মুসার এভারেস্ট জয়ের পর সারা দেশে যেমন মাতামাতি হয়েছিল প্রত্রিকাগুলোর কারনে, এবারে তার কিছুই দেখলাম না। কোন প্রত্রিকার শিরোনাম হয়নি মুহিত, খবরটা এসেছেও অল্প কয়টা পত্রিকায়। প্রথম জয়ের গুরুত্ব অনেক এটা বুঝি, কিন্তু এবার মনে হচ্ছে দ্বিতীয় জয়ের কোন গুরুত্বই নাই।
Reference of this news: Muhit climbs the peak of the Mount Everest.