কনকো ফিলিপসের সাথে করা সরকারের চুক্তির প্রতিবাদে আগামীকাল ২রা জুলাই থেকে ব্লগাররা আন্দোলনে নামছেন। আগামীকাল বিকাল ৪ টাই টিএসসি তে সবাই মিলিত হবেন। এখান থেকেই আন্দোলন শুরু হবে।
আমরা দেশ ও জনগনের জন্য সর্বনাশা এ চুক্তি মানি না। হোক দেশীয় সম্পদ লুট রোধ করতে যেকোন আন্দোলনে নামার জন্য প্রস্তুত আছি।
বিস্তারিত দেখুন সামহয়্যারইন ব্লগে: ডাক দিয়া যাই, কে কে যাবি আয়