আমাদের মা
হুমায়ূন আজাদ স্যার আমার অতি একজন মানুষ। বাস্তব সত্যগুলো দ্বিধা দন্দ, ভয় ভীতি ছাড়াই খুব সহজভাবে তাঁর লেখনিতে ফুঁটিয়ে তোলেন। তাঁর লেখা কবিতাগুলোও অসাধারণ লাগে। তাঁর একটা কবিতা এত ভাল লেগেছে যে, সুযোগ পাইলেই অন্যদের শুনাই। কবিতাটির নাম “আমাদের মা”, একটু মিলিয়ে দেখুন, বাংলাদেশের বেশিরভাগ মা’দের সাথে মিল খুঁজে পাবেন। আমাদের মা – হুমায়ূন আজাদ …