কবীর সুমন এলেন
শরীরের কাঠামো কিংবা আকরিক দিক যায় আসে না, মনটা হওয়া চাই মস্ত বড়, নইলে কেনইবা এ জীবন! শুধু চার দেওয়ালে বন্দী থেকে জীবনকে ছোঁয়া অসম্ভব। পৃথিবীকে জানো, মানো আর না মানো, ঘুরতো থাকো হেথায়-হোথায়, স্বপ্ন দেখ বহুদূরের, সব থেকেও মানুষ শূন্য, শুধু শূন্যটাকে ঢাকবার আপ্রান চেষ্টায় আমরা মগ্ন…. এতটা ব্যস্ত। মুক্ত ছিলে স্কুলের বেলায়, একটা …