হুমায়ূন আজাদ স্যারের জন্মদিন আজ
আমার সবচাইতে প্রিয় মানুষগুলোর একজন ছিলেন হুমায়ূন আজাদ স্যার। অনেকেই বলেন স্যার ভুল সময়ে এ পৃথিবীতে এসেছেন। হয়তোবা তাই! এই ধর্মান্ধ সমাজের কয়জনের ক্ষমতা আছে হুমায়ূন আজাদকে বুঝার! এমন সত্যনিষ্ঠ, অকুতোভয় মানুষ সহস্র বছরে একবার জন্ম নেয়। স্যারের মতো মানুষরা পচনশীল সমাজের ভীতে বড় রকম আঘাত করে পরিবর্তনের সূচনা করে দিয়ে যান। স্যার মুক্তমনা, মুক্তচিন্তা …