তারেক মাসুদ – চলে যাওয়া সহ্য হচ্ছে না…..
এটা কি হলো? ইঙ্গিত আগে থেকে পাওয়া গেলেও এদেশে এসবের বিকল্প নেই, জেনে শুনে বিষ পান এখানে বাধ্যতামূলক। নিরাপদ সড়ক, নিরাপদ মৃত্যু আমাদের অধিকার। কিন্তু এসবের তোয়াক্কা করে কে? যত গোজামিল, যত তাফালিং সব যেন হাপুস হুপুস মানচিত্র খায়। যাচ্ছে চলে আলো, কারো কারো অন্ধকারই লাগে সবচেয়ে ভাল কারন এর রংটি কাল। কাল টাকা, কাল …