বাংলা ভাষার ভবিষ্যৎ
বাংলা আর বাংলা নেই। দেশের উপর যেমন পরদেশের ধর্ষন হয়েছে, এবার আমরা নিজেরাই মায়ের সে ভাষার উপর ধর্ষন আর নির্যাতন চালাচ্ছি। বাংলা শব্দকে ব্যঙ্গ করে উচ্চারনই যেন ফ্যাশন আর আভিজাত্য। হঠাৎ করে কেউ শুদ্ধ উচ্চারনে কথা বললেই অন্যরা হিহি করে হেসে বলে ব্যাটা তুমি ভুল কথা কও ক্যা………………। বড়লোকের বৈদেশিক অলংকারে সাজোয়া নারী পুরুষের শরীর …