যা দেখাচ্ছেন আমাদের ডিজিটাল সরকার!
এ কষ্ট আর সহ্য হয় না। মাঝে মাঝে প্রচন্ড রাগ লাগে, আবার অসহায় মনে হয় নিজেকে। দেশ নাকি অগ্রগতির দিকে যাচ্ছে! বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, জনগনের ইনকাম বাড়ছে, মানুষ সুখে শান্তিতে আছে! বাস্তবতা হলো আমাদের মতো মধ্যবিত্ত আর গরীবদের অবস্হার কোন উন্নতি হয় নি, দিন দিন এদেশে বসবাস কষ্টদায়ক হয়ে যাচ্ছে। গভীর কষ্ট নিয়ে লেখা শুরু …