ভূতের ঘর

ভূতের ঘরে ভূত থাকে না ভূতের ঘরে আমিই থাকি। আবোল- তাবোল খেয়ে খুয়ে ঘরটা কেবল আমিই মাখি। আঁধার রাতে গাছের ডগায় ভূতের মত আমিই ডাকি। বাঁশের ঝাড়ে কবর পাড়ে ভূত আসে না আমিই আসি। নতুন কাপড়, হাড় হাড্ডি আমিই কুড়ে বাজারে বিকি। ভূতের মাংস ভূত খায় না ভূতের মাংস আমিই রাঁধি।