এ কেমন নিষ্ঠুরতা!
আমরা সভ্য জগতে বাস করি। অনেক যুগ ধরে মানুষ অন্যায়, অমানবিকতা, নিষ্ঠুরতার বিরুদ্ধে নিরবে লড়াই করে পৃথিবীটাকে একটা সুন্দর মানবিক অবস্হানে নিয়ে এসেছে। চুরি করলে হাত কেটে নেওয়া, পাথর ছুরে হত্যা, দাস দাসীদের উপর অত্যাচার, সাদা কালোর লড়াই এসব আর খুব একটা চোখে পড়ে না। এটা এ পৃথিবীর একটা বাহ্যিক চিত্র। আসলে কিন্তু শোষন, নীপীড়ন, …