আইসিসি ওয়ানডে ক্রিকেট টিম র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে বাংলাদেশ এখন ৮ম স্হানে।
৩২ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২১২১ এবং রেটিং ৬৬, আর ২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ১৩২১ এবং রেটিং ৬৬।
শেষ দু’টি সিরিজে নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে প্রায় ধরে ফেলেছিল। সম্প্রতি শ্রীলঙ্কার সাথে সিরিজ হারার পর পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পরে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ শুরুর আগে এমন খবর বাংলাদেশ ক্রিকেট টিমকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে আশা করা যায়।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং(ICC Cricket Rankings for ODIS):
১. অস্ট্রেলিয়া ২. ইন্ডিয়া ৩. শ্রীলঙ্কা ৪. দক্ষিন আফ্রিকা ৫.ইংল্যান্ড ৬. পাকিস্হান ৭. নিউজিল্যান্ড ৮. বাংলাদেশ ৯. ওয়েস্ট ইন্ডিজ ১০. অ্যায়ারল্যান্ড ১১. জিম্বাবুয়ে ১২. নেদারল্যান্ড ১৩. কেনিয়া।
এছাড়াও আইসিসি ক্রিকেট প্লেয়ার র্যাংকিং(ICC Player Rankings) এ টেস্ট এবং ওয়ানডে দুটোতেই বাংলাদেশের ক্রিকেটাররা ভাল অবস্হানে আছেন।
টেস্ট বলিং এ সাকিব আল হাসান আছেন ৮ম স্হানে। টেস্ট অলরাউন্ডার তালিকায় সাকিব আল হাসানের স্হান ৩য়। ওয়ান ডে বোলার র্যাঙ্কিং তালিকার সেরা দশে বাংলাদেশের দুজন ক্রিকেটার অবস্হান করছেন। আব্দুর রাজ্জাক ৩য় এবং সাকিব আল হাসান ৫ম। আর সেরা ওয়ান ডে অলরাউন্ডার র্যাংকিং এ সাকিব আল হাসান ১ম। বিশ্বের সেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব ও বাংলাদেশ টিম এবার বিশ্বকাপে ভাল একটা পারফরমেন্স দেখাবে এই প্রত্যাশায় রইলাম আমরা। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা।
বিশ্বকাপে কি করে দেখা যাক!
ভাল খবর, ধন্যবাদ।