অনেকেই রেজিস্ট্রশনে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ পেয়েছি। তাই রেজিস্ট্রেশের প্রত্রিয়াটা নিচে সহজভাবে লিখে দিলাম। আশা করি, এতে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা বুঝতে সুবিধা হবে।
স্বপ্নবাজ বাংলা ব্লগের সদস্য হওয়ার দু’টো পদ্ধতি। রেজিস্ট্রশন ফর্ম পূরণ করে অথবা ফেসবুক, গুগল, ইয়াহু, বা ওয়ার্ডপ্রেস একাউন্টের মাধ্যমে।
রেজিস্ট্রশন: ফর্ম পূরণ করে – দু’টো বিষয় গুরুত্বপূর্ণ, ঠিকভাবে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা এবং ইমেইল থেকে ব্লগ একাউন্ট এ্যকটিভেট করা। নিচের ধাপগুলো দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে।
১ম ধাপ: উপরে বাম দিকে ‘রেজিস্ট্রেশন‘ নামের বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম আসবে।
২য় ধাপ: ফর্মে যা যা চাওয়া হচ্ছে তা ঠিকভাবে পূরণ করতে হবে।
- Username (required): এটি হলো, আপনি যে নামে লগইন করবেন। লগইন নেম বা ইউজারনেম অবশ্যই ইংরেজিতে হতে হবে। যেমন: ‘oronno’, ‘sonnosara’।
- Email Address (required): এখানে আপনার ইমেইল এড্রেসটা দিতে হবে। অবশ্যই ইমেইল ভ্যালিড হতে হবে, অর্থাৎ আপনি যে ইমেইল ইউজ করেন বা যেটিতে আপনি লগইন করতে পারেন। যেমন: example@gmail.com, example@yahoo.com, example@yourdomain.com বা এরুপ যেকোন একটি। একটি ইমেইল দিয়ে শুধু একটি ব্লগ একাউন্ট খোলা যাবে।
- ও Confirm Password (required): আপনি যে পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন তা দুটো ঘরে দুইবার লিখুন।
- নিক নেম: যেনামটি সাবাই দেখবে। এটি ইংরেজি বা বাংলা যেকোন কিছু ব্যবহার করতে পারেন।
- CAPTCHA Code: যেকোডগুলো যেখাচ্ছে তা লিখতে হবে। কোড বুঝতে সমস্যা হলে কোডের সাইডে দেয়া রিফ্রেস বাটনে ক্লিক করলে নতুন কোড আসবে।
রেজিস্ট্রেশন ফর্ম পূরণ শেষ হলে নিচে ‘Complete sign up’ বাটনে ক্লিক করতে হবে।
৩য় ধাপ: আপনার ইমেইল থেকে ব্লগ একাউন্ট এ্যকটিভেট করতে হবে। আপনার ইমেইল একাউন্টে লগইন করে ইনবক্স চেক করুন, একটা মেইল আসার কথা। ইনবক্সে যদি না থাকে তাহলে স্পাম বক্স চেক করলে মেইলটি দেখতে পাবেন। মেইলে একাউন্ট এ্যাক্টিভেশন লিংক দেয়া থাকবে, লিংকে ক্লিক করবেন। তাহলেই একাউন্ট এ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন।
আরও ভালভাবে বুঝার জন্য ৩টা স্ক্রিনশট দিলাম।