আমার আজকের এই লিখা টা হয়তো অনেকেই অনেকদিন হতে খুজছেন ,হয়তো কেউ পাইছেন আবার কেউ পাননি।যা হোক,আমার লিখাটা পড়েই হয়তো বুঝতে পারছেন লিখাটা কি নিয়ে।আমাদের ভিতর অনেকেই আছেন যারা টিভি দেখেন প্রতিদিন।আবার হয়তো ওনেকেই আছেন যারা চাননা একটা প্রগ্রামো মিস করতে।তাদের জন্য আজকের এই লিখা।
আসল কথায় আসি আমরা যারা ইনটারনেট এ কাজ করি কিংবা বাসায় নেট আছে তারা মাঝে মাঝে এই সমস্যা টায় পড়ি যে আমাদের টিভি দেখতে হলে টিভি রুমে যেতে হয়,যেটা ওনেকের কাছে ঝামেলার ।তাদের বলছি আপনি চাইলে আপনার পিসিতেও দেখতে পাবেন টিভি সরাসরি।কি দেখবেন আপনি ? বাংলার একুশে নাকি ওপার বাংলার ইটিভি বাংলা ,নাকি Star Plus,9xm or Espn ।সবি আছে এতে ,শুধু আপনার দেখার ইচছা থাকলেই হবে।
আর একটা কথা বলে রাখি দেখতে কোন টাকা লাগবেনা,লাগবে শুধু একটা নেট কানেকসন ।আপনি চাইলে Request ও করতে পারবেন আপনার প্রীয় টিভি চ্যানেলের জন্য
আমি আপনাদের কে একটা link দিব ,সেখানে ঢুকে দেখবেন উপরের দিকে ওনেক গুলো
ক্যাটাগরি আছে,Now Choose your Favourite Tv channel ।দেখতে থাকুন সরাসরি আপনার প্রীয় টিভি চ্যানেল আপনারি পিসিতে ।
এখানে ক্লিক করুন: bangla