এ পথে যাওয়া যায় না, ঐখানে পূজা হচ্ছে
আজ সকালে ৮ টার সময় ভার্সিটিতে যাওয়ার জন্য বাসে উঠি, বরাবরের মত আজও রাস্তায় প্রচুর পরিমানে জ্যাম। সবার মাঝে উৎকন্ঠা কখন সবাই তার গন্তব্য স্থানে পেীছাবে। তাদের মত আমার মাঝে ও উৎকন্ঠা ছিল আমি কখন ক্লাসে পৌছাবো। বাস চলতে চলতে যখন রুপসী বাংলা(শেরাটন হোঠেল) এর কাছে পৌছাল , তখন হেল্পার বলল শাহবাগের যাত্রিরা নামুন। এমন …