জীবন-৯১-১০০!
জীবন-৯১ হাতের ভেতর হাত ছিল তার চোখে ছিল চোখ, বুকের ভেতর লুকাই আমি তার সে অমল মুখ। জীবন পরে কেবল গড়ায় সময় যে যায় চলে, একদিন সে উধাও হলো কিছুই তো না বলে। সে এখন আর নেয় না খবর হাসে না সেই হাসি, কদমতলায় আর বাজে না শ্যামল-কোমল বাঁশি। এখন রাধা–আয়ান ঘোষের, দু’হাত ভরা টাকা–ঘুষের! …