বৃষ্টি ভেজা
আজ নামল বৃষ্টি একা, সে বলবে বুঝি কিছু, ছাতাটা যে উড়ে গেল, ছুটতে হল পিছু। প্রিয় ফ্রকটা ভিজে গেল কেডসে লাগল কাদা, গোলাপি মোজা বাদামি হল, খুলল যে চুল বাঁধা। নিষ্পাপ ঠোঁটে জল গড়াল অশ্রুধারার মত, বৃষ্টি বুঝি ধুইয়ে দিল দুঃখ ছিল যত। মনখারাপ-কষ্টগুলো কোথায় গেল উড়ে, কাকভেজা হয়ে এলোচুলে বেড়াচ্ছি তাই ঘুরে।