মন্তব্য

এদেশ, পূর্ণ-আধা-কম জ্বালাময়ী, জান-মালের হুমকি স্বরুপ (হাতে-চাপাতি, ইট-পাটকেল ইত্যাদি) মন্তব্যের জন্য বিখ্যাত হতে পারে। কালের বিবর্তনে মন্তব্য গুলোর কার্বন-ডাই-অক্সাইড এতোই বৃদ্ধি পেয়েছে যে, আমরা অক্সিজেনের অভাবে হাই তুলতে তুলতে জাগ্রত অবস্থাতেই ঘুমন্ত, এবং এগুলো আমাদেরকে কোনো ভাবেই প্রভাবিত করে না। মন্তব্য করা থেকে আমি-ই বা বাদ যাব কেনো :)