নতুন প্রজন্মের প্রতিভা ও সৃষ্টিশীলতা বিকাশে সাহিত্য বিষয়ক ওয়েব পোর্টালগল্পকবিতা ডট কম (http://www.golpokobita.com) আয়োজিত ‘দেশপ্রেম’ সংখ্যার ফলাফল প্রকাশিত হয়েছে। বিচারক ও পাঠকের ভোটে গল্প বিভাগে প্রথম বিজয়ী হয়েছেন তির্থক আহসান রুবেল তাঁর ‘এক টুকরো ৭১’ গল্প নিয়ে। দ্বিতীয় বিজয়ী মামুন ম.আজিজ, তাঁর গল্প ‘উপরূদ্ধ’। তৃতীয় এম.এ. হালিম, গল্পের নাম ‘কলম বন্দনা’। কবিতা বিভাগে সেরা ৩টি কবিতা হয়েছে যথাক্রমে প্রজ্ঞা মৌসুমী’র ‘দেশাত্নবোধ’, সিপাহী রেজা’র ‘হলুদ সঙ্কেত’ ও তানভীর আহমেদ-এর ‘বয়সী স্যান্ডেল’। বিজয়ীদের গল্পকবিতা এর পক্ষ থেকে অভিনন্দন। বিজয়ীরা পাচ্ছেন : প্রথম গল্প ও কবিতার জন্য পুরস্কার: প্রতিটি ১৫০০ টাকার প্রাইজবন্ড এবং সনদপত্র দ্বিতীয় গল্প ও কবিতার জন্য পুরস্কার: প্রতিটি ১০০০ টাকার প্রাইজবন্ড এবং সনদপত্র তৃতীয় গল্প ও কবিতার জন্য পুরস্কার: ১টি করে সনদপত্র গল্পকবিতা ডট কম প্রতিমাসে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে চলে গল্প ও কবিতা লেখার প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে "২১শে ফেব্রুয়ারি" সংখ্যা। আমাদের গর্ব ’২১শে ফেব্রুয়ারি’ নিয়ে আপনাদের লেখা গল্প ও কবিতায় ভরে উঠবে গল্পকবিতা ডট কম প্রাঙ্গণ- এই আমাদের প্রত্যাশা। লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি।