কুরবান

-সারওয়ার-শায়েখ-উল-জাহিন

একদিন আল্লাহ্ তার বান্দাকে যে
করিল একটি দাবি
সেই বান্দা ছিল ইব্রাহীম
দুনিয়ার এক নবী।

কুরবান কর-, কুরবান কর-
করবে এটা জানি,
প্রিয় যা আছে তোমার
কর তারে কুরবানি।

ইব্রাহীমতো এ কথা শুনিয়া
হইলো যে অবাক!
পূত্র ইসমাইল ছারা প্রিয়
কিছুই ছিলনা তার।

পূত্রকে নিয়ে পরের দিন ভাবে
নিয়ে যাবে তাকে দুরে
স্ত্রী তার এ কথা শুনিলে
দিবেনা করিতে তারে।

শয়তান তার স্ত্রীকে গিয়ে
বলে সুরে সুরে
পূত্র তোমার কুরবানি হবে
তাই নিয়ে যাচ্ছে দুরে,

স্ত্রী তাহার উঁচু গলায়
তাড়াল যে শয়তান-
শয়তান যাহা বলিল তাকে
দিলনা তাতে কান।

অপরদিকে ইব্রাহীমতো
কুরবানি শুরু করে
এমন সময় ছেলের জায়গায়
দুম্বা কী করে আসে!

আল্লাহ্ তো বুঝেইছিলেন
কেমন তাহার মন
কুরবান কর তাই বলেছেন
তব প্রিয়জন।

জাহিনের শব্দ গুলো
মিথঃমোসলেম ইউ’ খান।
২৬ অক্টো’ ২০১২

1 thought on “কুরবান”

Leave a Comment