শচীন টেন্ডুলকার তৃপ্তির সাথে এখন বিদায় নিতে পারবেন।

শেবাগ আর শচীন আউট হওয়ার পর ভারত জিততে পারবে কিনা এটা নিয়ে একটা শঙ্কা হচ্ছিল। শেষপর্যন্ত সবচেয়ে যোগ্য দলই এবার বিশ্বকাপ চাম্পিয়ন হলো। বলা যেতে পারে শচীন টেন্ডুলকারের সব কিছুই পাওয়া হয়ে গেল। ক্রিকেটের এই দেবতার শুধু বিশ্বকাপ জয়টাই অপূর্ণ ছিল, সেটাও আজ পেয়ে গেলেন। এখন তৃপ্তি নিয়ে ক্রিকেট বিশ্বকে বিদায় জানাতে পারবেন।

Sachin Tendulkar after India won icc world cup Cricket 201

ফাইনাল ম্যাচটা উপভোগ্য হয়েছে, একচেটিয়া কোন ম্যাচ হয়নি। দুদলই চমৎকার খেলেছে। সবচেয়ে বড় কথা বিশ্বকাপটা এবার এশিয়াতেই থাকলো, অল এশিয়া ফাইনাল। শ্রীলঙ্কা জিতলেও ভাল লাগতো, শ্রীলঙ্কার টিমটাও এবার চমৎকার একটা টিম ছিল।

অভিনন্দন ভারতীয় টিমকে, শ্রীলঙ্কার জন্যও শুভকামনা। এমন একটা দিন হয়তো শীঘ্রই আসবে যেদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, সারা বাংলাদেশ উৎসবে মাতাল থাকবে, আমরা অশ্রুসিক্ত হয়ে মানুষের আনন্দ দেখবো।

Leave a Comment