আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন আপনার সবাই ? আশা করি আল্হামদুলিল্লাহ্ ভালো আছেন।
আপনি ভালো আছেন আপনার প্রিয়জন ভালো আছেকি?
তার প্রতি আপনি কতটা দায়িত্বশীল ? একবার নিজেকে প্রশ্ন করেছেন কি ? আমি যে বিষয় টি আলোচনা করতে যাচ্ছি তা নিয়ে কম – বেশী সবাই ভুক্তভোগী, কিছু দিন আগে ফেসবুকে পোস্ট দেখলাম “জরুরী রক্তের প্রয়োজন”।
আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি টির কথা, তার হাসিমুখ টি একবার চিন্তা করুন। আল্লাহ্ না করুক আপনার প্রিয় ব্যক্তিটি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছে,এক্ষুনি রক্তের প্রয়োজন – কোথায় যাবেন ? কি করবেন ? আপনার ই প্রিয় ব্যক্তি টি প্রয়োজনীয় রক্তের অভাবে আপনার ই চোখের সামনে পথ ধরেছে আজানার দেশে । কিছু ই কি করার নেই আপনার ? ধরে নিলাম রক্তের ব্যবস্থা হয়েছে। তবে প্রস্ন হচ্ছে এই রক্ত যে কোন মাদক সেবন কারী / কারীনির নয় তা ই বা কি ভাবে বিশ্বাস করবেন ? আমরা যারা ব্লগার বা Facebook ইউজার আছি আমরা কি পারিনা একটি উদ্যোগ নিতে ?
আসুন মুমূষ ব্যক্তিদের দিকে হাত বাড়িয়ে দেই কারন তারা আমার আপনার না হোক কারো না কারো প্রিয়জন তার কাছে মুমূষ ব্যক্তি টি হয়তো সারা পৃ্থিবী। সেই ভাইয়া / আপুর জন্য আসুন গড়ে তুলি Online Blood Group Club আপনার পরিচিত বন্ধুদের সাথে Facebook, Twiter, Myspace & Google+ এ Share করুন এবং আপনার Blood Group সহ আপনার সাথে যোগাযোগের সকল মাধ্যম উল্ল্যেখ করুন এইখানে । আপনার এই মহৎ কাজটি হতে পারে ঐ বিপদ গ্রস্থ আপু/ভাইয়ার একমাত্র আশার আলো, বাঁচাতে পারে তার সমগ্র পৃথিবী টাকে। আসুন হাতে রেখে হাত প্রমান করুন “মানুষ মানুষের জন্য” সঠিক সময়ে সঠিক কাজ টি বদলে দিতে পারে লাখো মানুষের জীবনাবসানের গল্প ।
বি:দ্র : Click This Link এখানে আপনার এবং আপনার পরিচিত ব্যক্তি দের নাম ও রক্তের গ্রুপ মোবাইল নাম্বার দিতে পারবেন।
আপনার প্রিয়জন সুস্থ থাকুক এই কামনায়
মো : ওবায়দুল ইসলাম রাব্বী
কম্পিউটার প্রকৌশলী
+৮৮০১৬৭০০৩৮৭৩৭