আসুন পরিবর্তনের পথে শহীদের স্বপ্ন সফল করি..

আমাদের প্রানপ্রিয় দেশ দিনের পর দিন এগিয়ে চলেছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, অশান্তির দিকে, সংঘাতের দিকে, বিবাদের দিকে, দুঃসহ অবস্তার দিকে | যা আমাদের কাম্য নয়, যা  লক্ষ লক্ষ শহীদের কাম্য ছিল না , যাদের মহান আত্মতেয়াগে এইদেশ সাধীনতার গউরব এ গরিয়ান হয়েছে- তাদের কাম্য ছিলনা  |  আমাদের জীবন থেকে দুঃখ দূর করার আশা দিনের পর দিন হতাশার আঁধারে ডুবতে চলেছে  |  আমরা রাজনীতিকদের উপর ভরসা করে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছি তারাও সুন্দর সুখময় ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে আসছেন- কিন্তু তারা বারে বারে বেয়র্থ হচ্ছেন তাদের দেখানো স্বপ্ন সফল করতে  |  ফলে মানুষ তাদের উপর আস্থা হারিয়ে ফেলছেন  |  মানুষ এখন সত্যিই হতাশ আসলে রাজনীতিকদের কোনো দোষ নেই, দোষ প্রচলিত রাজনীতির, দোষ প্রচলিত গণতন্ত্রের  |  আমাদের রাজনীতিকরা যেই রাজনীতির চর্চা করছেন তা বহু পুরানো, আর যেই গণতন্ত্রের অনুশীলন করছেন তা শুধু পুরানই নয়, এই সময়ের জন্য সম্পূর্ণ অনুপযোগী  |  গরুর গাড়িতে চরে যেমন মহাকাশ অভিযানে যাওয়া যায় না, তেমনি পুরানো কাটামোর গণতন্ত্র দিয়ে আর পরাধীন আমলের পঁচা রাজনীতি অনুশীলনের মাধ্যমে হাল আমলের জটিল অবস্তা-পরিস্থিতি সামাল দেআ সম্ভব নয় কোনদিন | এই সময়ের জন্য এই সময়ের উপযোগী গণতন্ত্র ও ভবিষ্যতের চাহিদা মিটানোর উপযোগী রাজনীতি অনুশীলনের প্রয়োজন | তাহলেই আমাদের আশা পূর্ণ হবে, ভবিষ্যত প্রজম্নের জন্য সুন্দর ও সুখের দেশ গড়ে তোলার আকাঙ্খা পূরণ হবে | মহান শহীদদের স্বপ্ন সত্যে পরিনত হবে আসুন শহীদ দের আত্মতেআগকে সফল করতে এগিয়ে যাই পরিবর্তনের পথে ..

http://universalpeacemaker.blogspot.com

Leave a Comment