মুক্তির পথ -Universal Democracy

ক্রমেই বাড়ছে হতাশা, বাড়ছে অস্থিরতা, বাড়ছে সাধারণ মানুষের জীবন চালিয়ে নেয়ার কষ্ট |  মানুষের এই কষ্ট দূর করার দায়িত্ব যারা নিয়েছেন এবং যারা নিতে চাচ্ছেন -উভয়ের প্রতি মানুষ ভীষণ হতাশ উভয় পক্কের কাছে মানুষ তেমন কোনো কাঙ্কিত পরিবর্তন পাওয়ার আশা করতে পারছে না | আসলে কোনো পক্কেরই চেষ্টারও কমতি আছে বলে মনে হয় না  | দীর্ঘ চল্লিশ বছর যাবত তারা পালাক্রমে চেষ্টা করেছে | তারপরও তারা মানুষের মনে আশার আলো জ্বালাতে পারছে না | কারণ তাদের রয়েছে অনেক সীমাবদ্ধতা |  এই সীমাবদ্ধতার মধ্যে থেকে মানুষের প্রত্যাশা পূরণ করা কখনই সম্ভব নয় | আর পুরানো পথে, পুরানো রথে নয় আসুন এবার নতুন পথে নতুন রথে আরোহন করি | আমাদের প্রত্যাশ পূরণ করতে পারে এবং আমাদেরকে আমাদের গন্তব্যে পৌছাতে পারে Universal Democracy |

Universal Democracy সম্পর্কে জানতে ভিসিট করুন

http://universalpeacemaker.blogspot.com

Leave a Comment