এই গণতন্রে মানুষের দুঃখ দূর হবে না- প্রয়োজন জনগণতন্ত্র / Universal democracy

গণতন্ত্রের মৃত্যু নেই | গনতন্র বিবর্তনের মধ্যে দিয়ে যুগে যুগে নতুন নতুন রূপে আবির্ভূত হয়েছে এবং যুগে যুগে মানুষের প্প্রত্যাশা পূর্ণ করেছে  | তাই গণতন্ত্রকে হালনাগাত করা জরুরী  | পুরানো ভার্সনের গণতন্ত্র দিয়ে আধুনিক যুগের সৃষ্ট পরিস্থিতি সামাল দেওয়া কখনই সম্ভব নয়  | এখন আমরা যেই গণতন্ত্রের চর্চা করছি-তা বেশ পুরানো এবং এই যুগের জন্য যা সম্পূর্ণ অনুপযোগী  | এই গণতন্ত্র জনকল্যানকর রাজনীতি ও জনকল্যাণ উপহার দিতে পারে না  | ইহা হচ্ছে সমাজের মুষ্টিমেয় মানুষের গনতন্র- সাধারণ মানুষের গণতন্ত্র নয় |  আরো আগেই এই পুরানো গণতন্রকে হালনাগাত updated করা দরকার ছিল  |   তা না হওয়াতে আমাদের কে অনাকাঙ্কিত পরিস্থিতির দিকে যেতে হচ্ছে | যার পরিনতি ভয়াবহ বিপদজনক  |   আমাদেরকে এখনই এই বিপদজনক পথ থেকে সরে আসতে হবে  |  যত শিগ্রি আমরা এই পুরানো গণতন্ত্রকে হালনাগাত করতে সক্কম হব, ততই আমাদের মঙ্গল  | আসুন পুরানো গণতন্ত্রের দুর্বলতা গুলি জানতে এবং জনগনতন্ত্রের Universal Democracy র প্রয়োজনীয়তা জানতে  ভিসিট করি নিম্নোক্ত লিঙ্কে.. http://universalpeacemaker.blogspot.com.

Leave a Comment